মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৫:৪১

আপডেট: ৬ আগস্ট, ২০২৫ ১৬:০৮

শেয়ার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, জাতীয় শ্রমিকলীগ নারায়নগন্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বেপারী, ওয়ারী থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশ, সাবেক রাজবাড়ি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ি থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোক্তার হোসেন সোহান, ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোঃ আলম হাওলাদার, চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মিঠু, খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন শার্নাল মাধব ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন।

এদের মধ্যে প্রথম আটজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং মো. রিপনকে খিলগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ি থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর আলম বেপারী, স্বামীবাগ এলাকা থেকে মো. সেলিম রেজা এবং মো. সাখাওয়াত হোসেন মিঠুকেগ্রে প্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। পৃথক অভিযানে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে নাজমুল হাসান পলাশ ও বুধবার রাত আনুমানিক ১২টার দিকে আবুল কালাম আজাদ খানকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মো. মোক্তার হোসেন সোহান এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালবাগ থানা এলাকা থেকে মো. আলম হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। একইদিন অপর এক অভিযানে সবুজবাগ থেকে উদয়ন শার্নাল মাধবকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

অপরদিকে খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খিলগাঁও থানাধীন গোড়ান এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



banner close
banner close