মঙ্গলবার

২০ জানুয়ারি, ২০২৬ ৭ মাঘ, ১৪৩২

‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি আছে বিজিবির’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫ ১৪:২৬

শেয়ার

‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি আছে বিজিবির’
প্রতীকী ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি আছে বিজিবির। এমনটা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে নবীন সৈনিকদের উদ্দেশে দেয়া বক্তৃতায় তিনি এ নির্দেশনা দেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যদের সদা সজাগ থাকতে হবে। সীমান্তের প্রতিটি ইঞ্চি জমি সুরক্ষিত রাখতে প্রয়োজনে জীবন দেবে বিজিবি সৈনিকরা। এ সময় সীমান্তে চোরাচালানসহ নানা অপরাধ দমনে আরও সচেষ্ট হওয়ার তাগিদ দেন বিজিবি মহাপরিচালক।’

এবারে ৩৬ জন নারীসহ ৬৯৪ জন নবীন সৈনিক বাহিনীতে যোগদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।

প্রসঙ্গত, বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।



banner close
banner close