মঙ্গলবার

২০ জানুয়ারি, ২০২৬ ৭ মাঘ, ১৪৩২

ইসিকে আসন বাতিলের ‘ক্ষমতা’ ফিরিয়ে দিতে আইন দেখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ২১:৩৮

শেয়ার

ইসিকে আসন বাতিলের ‘ক্ষমতা’ ফিরিয়ে দিতে আইন দেখার নির্দেশ
ছবি: সংগৃহীত

নির্বাচনে ব্যাপক অনিয়ম হলে কেন্দ্র নয়, পুরো আসন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনারকে ফিরিয়ে দিতে আইনের দিকটা খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, গত সরকার আমলে আমরা একটা উপ-নির্বাচনে দেখেছিলাম যে, নির্বাচন কমিশন সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করেছে। পরে ওই পুরো একটা আসনে নির্বাচন বাতিল করে দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে আইন সংশোধন করে নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করা হয়েছিল। এখন শুধু নির্দিষ্ট কেন্দ্রের নির্বাচন বাতিল করতে পারে। নির্বাচন কমিশনের ওই ক্ষমতা ফিরিয়ে দেওয়া যায় কিনা, যদি কোনো নির্দিষ্ট আসনে ব্যাপক অনিয়ম হয়, নির্বাচন কমিশন সেই আসনের নির্বাচনকে বাতিল করতে পারে কি না আইনের দিকটা খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।



banner close
banner close