টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক কাউন্সিলর ছালেহা বেগমের বাড়িতে মাদকবিরোধী অভিযানের নামে প্রায় সাড়ে ৮ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন আলোচিত পুলিশ কর্মকর্তা সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ছোট ভাই জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান।
বুধবার সকাল ১০টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফের স্বাক্ষরিত অফিসে আদেশে বলা হয়, ছালেহা বেগমের বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে প্রধান কার্যালয়ে সংযুক্তপূর্বক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ধারা ১২ এর উপধারা ১ মোতাবেক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকৃতরা হলেন, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ জিয়াউর রহমান। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক জিয়াউর রহমান আলোচিত পুলিশ কর্মকর্তা সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের ছোট ভাই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, ৫ আগস্টের পর মোহাম্মদ জিয়াউর রহমান টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন।
আরও পড়ুন:








