রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি বাসায় ডাকাতদের হামলায় ৮০ বছর বয়সী ইসমাইল খান নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সালেহা বেগমও গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল খানকে ভোর সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রী সালেহা বেগমকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
তাদের হাসপাতালে নিয়ে আসা সুলতান মিয়া নামের এক ব্যক্তি বলেন, ‘যাত্রাবাড়ীর বিবির বাগিচার ইত্যাদি গলির একটি বাসায় ভোরে ডাকাত সদস্যরা ডাকাতি করার জন্য যায়। এ সময় ইসমাইল হোসেন বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে স্ত্রীও বাধা দিলে তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আঘাত করে ডাকাত সদস্যরা। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ইসমাইল খানকে চিকিৎসক মৃত ঘোষণা করে তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
আরও পড়ুন:








