মঙ্গলবার

২০ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

মবে জড়িতদের ছাড় দেয়া হবে না: উপদেষ্টা জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ১৩:৫৫

শেয়ার

মবে জড়িতদের ছাড় দেয়া হবে না: উপদেষ্টা জাহাঙ্গীর আলম
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেনো, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আগে এমন অনেক ঘটনা ঘটলেও খবর পেতাম না। এখন বিস্তৃত পরিসরে মাধ্যমে সব তথ্য পাওয়া যাচ্ছে। আগে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। আমরা এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি।’

তিনি আরও বলেন, ‘রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অন্যায় করবে, সে আর এলাকায় থাকতে পারবে না। তাকে খুঁজে বের করতে সময় লাগলেও আইনি ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতেও মবের সঙ্গে কেউ জড়িত থাকলে, তাকেও আইনের আওতায় আনা হবে।’

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিভিন্ন সমস্যা দেখা দিলেও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে তা মোকাবিলা করেছে। তবে কারখানার সংখ্যা যেহেতু বাড়ছে, তাই এই বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’

বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

উত্তরা পূর্ব থানার কিছু সমস্যা ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘থানা পরিদর্শনের পর সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে।’



banner close
banner close