মঙ্গলবার

২০ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

রাজধানী থেকে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ১০:৫৪

আপডেট: ৬ জুলাই, ২০২৫ ১২:৪৮

শেয়ার

রাজধানী থেকে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। এ বিষয়ে মুশফিকুর রহমানের সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছেন তার পরিবার।

রোববার এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘ডিজিএম মুশফিকুর রহমানের খোঁজ পেতে মাঠে নেমেছে পুলিশ। আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি তিনি গত শুক্রবার জুমার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’

মুশফিকুর রহমানকে খুঁজে পাওয়ার জন্য প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্হে পুলিশ।



banner close
banner close