খোলা আকাশে উড়ছে চিল। নিচে পড়ে আছে শত শত মরদেহ। আর তারই পাশে কাতর প্রশ্ন...বিচার কোথায়? ঘোষণাপত্র কই?
অন্ধকারে নিবু নিবু হয়ে আসছে চারপাশ, ঠিক সেই সময়ে, একটুকরো মোমবাতির আলো যেন আশার প্রতীক হয়ে জ্বলে ওঠে। যেন বলে জুলাই পাবে স্বীকৃতি, আর সোনালী অক্ষরে লেখা থাকবে শহীদ বীর যোদ্ধাদের নাম।
ঠিক এক বছর আগে, জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলোতে যারা প্রাণ দিয়েছেন-তাদের অনেকেই স্বপ্ন দেখেছেন ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন একটি রাষ্ট্রের। তবে বছর পেরিয়ে গেলেও সরকারের কাছ থেকে দৃশ্যমান কোনো বিচার কিংবা সংস্কারের ঘোষণা আসেনি। এখনো দেয়া হয়নি ঘোষণাপত্র।
এই নীরব প্রতিবাদে আসা নাফসিন মেহেনাজ আজীরিন নামে এক নারী শিক্ষার্থী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। তবে, জুলাই যোদ্ধাদের সেই প্রাপ্য সম্মানটুকু এখনও দিতে ব্যর্থ সরকার।
জুলাই ঘোষণাপত্র একক দল কিংবা শ্রেনী থেকে আসা উচিত নয়, এটি হতে হবে সর্বসম্মতিক্রমেই বলে মনে করেন এই শিক্ষার্থী।
আরও পড়ুন:








