সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটিতে দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ২১:১২

আপডেট: ৩ জুলাই, ২০২৫ ২১:৩৪

শেয়ার

শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটিতে দেশ
প্রতীকী ছবি

আগামীকাল শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। গত জুন মাসে ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটির পর এইটিই হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য বড় ছুটি।

আগামীকাল শুক্রবার ও পরের দিন শনিবারের সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে যোগ হচ্ছে রোববারের আশুরার ছুটি।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী রোববার পালিত হবে পবিত্র আশুরা। সে দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এই ছুটির দিনগুলোতে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বিমা ও শেয়ারবাজারের লেনদেনও।

এ সময় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে এই সময় সরকারি-বেসরকারি জরুরি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।



banner close
banner close