সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

সরকারি চাকরি অধ্যাদেশের সংশোধন প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ১৭:০৯

শেয়ার

সরকারি চাকরি অধ্যাদেশের সংশোধন প্রস্তাব অনুমোদন
ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের আন্দোলনের জেরে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিংয়ের পর এই অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। তবে কোন কোন বিষয় সংশোধন করা হচ্ছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

এর আগে, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা আন্দোলন করে আসছিলেন বিভিন্ন স্তরের কর্মচারীরা।

বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—বিশ্ব প্রতিবন্ধী দিবস’১৫ মার্চের পরিবর্তে ৩ ডিসেম্বর পালন, ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস’- কে ‘খ’শ্রেণিভুক্ত করা এবং ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে ঘোষণা।

এছাড়া, ওআইসি লেবার সেন্টারের সংবিধিতে সই এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) কর্তৃক গৃহীত ১৯৯৭ সালের ‘ব্যয়িত জ্বালানি ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত যৌথ কনভেনশনে’সইয়ের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।



banner close
banner close