সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

জামিনে বেরিয়েই সন্ত্রাসী কর্মকাণ্ড, আবারো গ্রেফতার ‘টুন্ডা বাবু’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ১৫:৫৯

আপডেট: ৩ জুলাই, ২০২৫ ১৫:৫৯

শেয়ার

জামিনে বেরিয়েই  সন্ত্রাসী কর্মকাণ্ড, আবারো গ্রেফতার ‘টুন্ডা বাবু’
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপএর অন্যতম প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে আবারও গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অতিরক্তি ডিআইজি খালিদুল হক হাওলাদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি জামিন পেয়ে সে আবার সন্ত্রাস, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পরিচালনায় যুক্ত হয়ে পড়ে। তাকে নড়াইল জেলা থেকে গ্রেফতার করা হয়।’

র‍্যাব বলছে, ‘কব্জিকাটা গ্রুপের প্রধান আনোয়ার ও তার প্রধান সহযোগী টুন্ডা বাবুকে গ্রেফতারের পর ওই এলাকায় কিছুদিন ছিনতাইসহ সন্ত্রাস কমেছিল। জামিন পেয়ে বাবু আবার একই কর্মকান্ড শুরু করে।’

প্রসঙ্গত, গত ২৯ জুন আদাবর থানা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী রাজুকে টুন্ডাবাবু ও তার সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় হওয়া মামলায় তাকে ফের গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির বেশ মামলা রয়েছে।



banner close
banner close