ঢাকার টিকাটুলিতে মামুন প্লাজা নামক একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামুন প্লাজার তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট। বর্তমানে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...
•
আরও পড়ুন:








