সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ২১:৪১

আপডেট: ২৯ জুন, ২০২৫ ২১:৪২

শেয়ার

এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার
ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্দোলনের কোনো সমাধান হয়নি বলে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছিল ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। সরকার ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

আজ রোববার রাতে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে হাসান মোহাম্মদ তারেক রিকাবদার জানান, কিছু বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। সরকার যে কমিটি করেছে, তাকে আমরা স্বাগত জানাই। ব্যবসায়ীদের অনুরোধে সব কার্যক্রম সচল রাখতে শাটডাউন প্রত্যাহার করা হলো।

এর আগে, ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এনবিআর ইস্যুতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।



banner close
banner close