সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘন্টায় গ্রেফতার আরও ৭৪৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৭:২০

শেয়ার

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘন্টায় গ্রেফতার আরও ৭৪৩
ছবি : সংগৃহীত

সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৭৪৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, এছাড়া বিভিন্ন মামলায় অভিযুক্ত বা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ৯১৪ জনকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ছুরি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুরে ‘ছাত্র-জনতার’ ওপর হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গত ৮ ফেব্রুয়ারি বিশেষ এই অভিযান শুরু করে সরকার। এদিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।



banner close
banner close