সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

ডিবিকে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১৪:৪৩

শেয়ার

ডিবিকে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পী গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রাজধানীর ফকিরাপুলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাপ্পীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর গত কাল শনিবার রাতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আজ রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’



banner close
banner close