সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ০৮:৪৩

শেয়ার

দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ রোববার (২৯ জুন) অনুষ্ঠিত হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় বৈঠকটি শুরু হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক . আলী রীয়াজ। সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আজ আলোচনা হবে।

এর আগে, দ্বিতীয় পর্যায়ের দিনের বৈঠকে ৯টি এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়। সবশেষ গত বুধবারের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়।

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এমন প্রস্তাবনায় সম্মতি জানিয়েছে বিএনপি। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে রাজি নয় দলটি। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য আলাদা কমিটি প্রস্তাবের বিরোধিতা করেছে তারা। এদিকে, সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত।



banner close
banner close