সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

কুমিল্লার আলোচিত ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় ফজর আলীসহ ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ০৮:২৪

আপডেট: ২৯ জুন, ২০২৫ ১০:০৬

শেয়ার

কুমিল্লার আলোচিত ধর্ষণ ও ভিডিও ছড়ানোর ঘটনায় ফজর আলীসহ ৫ জন গ্রেপ্তার
কুমিল্লার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর গ্রেফতার।

কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

পুলিশ জানায়, ধর্ষণের মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আর ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরও চারজনকে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন—অনিক, সুমন, রমজান ও বাবু। তারা সবাই মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাচকিত্তা গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ জুন রাতে এক প্রবাসীর স্ত্রী হোমনা থেকে বাবার বাড়ি মুরাদনগরের পাচকিত্তা গ্রামে বেড়াতে আসেন। সে রাতে শহিদ মিয়ার ছেলে ফজর আলী কৌশলে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। তখন আশপাশের কয়েকজন সেখানে এসে ভুক্তভোগীকে বিবস্ত্র অবস্থায় দেখে মোবাইলে ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

পরে স্থানীয়দের হাতে মারধরের শিকার হয়ে ফজর আলী পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগী নারী নিজেই মুরাদনগর থানায় মামলা করেন। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, ধর্ষণের মামলার পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

জেলা পুলিশ সুপার জানান, ফজর আলীকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িত চারজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close