সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীদের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫ ১৩:২৭

শেয়ার

‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীদের ঢল
আন্দোলনরত এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মস্থলে অনুপস্থিত থাকলে শাস্তির হুমকির মধ্যেইমার্চ টু এনবিআরকর্মসূচি পালন করছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (২৮ জুন) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে জড়ো হতে থাকেন। দুপুরের মধ্যে বাড়তে থাকে উপস্থিতি।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে ভয়-ভীতি উপেক্ষা করে এনবিআর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন। শনিবার সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের আয়কর, কাস্টমস ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয় অভিমুখে মিছিল করেন।

এর আগে, শুক্রবার (২৭ জুন) রাতে ঐক্য পরিষদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন থেকে সারাদেশের এসব দপ্তরে লাগাতারকমপ্লিট শাটডাউনকার্যকর থাকবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে।

গত ১২ এপ্রিল রাতে জারি করা এক অধ্যাদেশে এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ—‘রাজস্ব নীতিরাজস্ব ব্যবস্থাপনা’—গঠনের ঘোষণা দেয় সরকার। এর প্রতিবাদে আন্দোলনে নামেন কর্মকর্তারা।

পরবর্তীতে ১২ মে অর্থ মন্ত্রণালয় ওই অধ্যাদেশ অকার্যকর ঘোষণা করলে কর্মীরা কাজে ফেরেন। তবে ২৯ মে মধ্যে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণের দাবি জানানো হয়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে তাঁকেঅবাঞ্ছিতঘোষণা করেন আন্দোলনকারীরা। এরপর গত ২২ জুন পাঁচ কর্মকর্তাকে বদলির ঘটনায় আন্দোলন আবার তীব্র হয়। আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয়। শুক্রবার এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ বা দেরিতে উপস্থিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close