সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৫ ০৬:০৭

আপডেট: ২৬ জুন, ২০২৫ ০৭:৫৬

শেয়ার

১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক . মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার।

এছাড়া গণআন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে সরকার।

তাছাড়া সরকার আগস্টকেজুলাই গণঅভ্যুত্থান দিবসহিসেবে ঘোষণা করেছে।

বুধবার (২৫ জুন) তিনটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সরকার আগস্টজুলাই গণঅভ্যুত্থান দিবসহিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর তারিখকেজুলাই গণঅভ্যুত্থান দিবসহিসেবে পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্তশ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে বলা হয়েছে।

অপর এক পরিপত্রে বলা হয়েছে, সরকার আগস্টনতুন বাংলাদেশ দিবসহিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর তারিখকেনতুন বাংলাদেশ দিবসহিসেবে পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্তশ্রেণিভূক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তটি যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়,বিভাগ সংস্থাকে বলা হয়েছে।

অন্য এক পরিপত্রে বলা হয়েছে, সরকার ১৬ জুলাইশহীদ আবু সাঈদ দিবসহিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর তারিখকেশহীদ আবু সাঈদ দিবসহিসেবে পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্তশ্রেণিভূক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে বলা হয়েছে।



banner close
banner close