রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

দুর্নীতির অভিযোগেই টিউলিপের বিরুদ্ধে মামলা হয়েছে : দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৫ ২১:০৫

আপডেট: ২৪ জুন, ২০২৫ ২১:৪৩

শেয়ার

দুর্নীতির অভিযোগেই টিউলিপের বিরুদ্ধে মামলা হয়েছে : দুদক চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, দুর্নীতির অভিযোগেই যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর সেগুনবাগিচা দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, আমার সহজ প্রশ্নটিউলিপ সিদ্দিকের মামলা কি এমন কোনো বিষয় যে ব্রিটেনের রাজনীতি ধসে পড়বে? এটা তো আমরা অন্যভাবেও দেখতে পারি। মামলাটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে, এখানে রাজনৈতিক উদ্দেশ্য নেই।

আবদুল মোমেন আরও বলেন, টিউলিপ আমাদের কাছে একজন বাংলাদেশি নাগরিক। তার জাতীয় পরিচয়পত্র টিআইএন নম্বর রয়েছে। তাই বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসা করি, তিনি দেশের আইন মেনে আদালতে উপস্থিত হবেন।

ব্রিটেনের রাজনীতিতে দুদকের কোনো হস্তক্ষেপ নেই, দাবি করে তিনি বলেন, আমাদের কার্যপরিধিতে বিদেশি রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ নেই। টিউলিপ যদি আইন না মানেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেযেমনটি অন্য অভিযুক্তদের ক্ষেত্রেও হয়।

টিউলিপের আইনজীবীকেশব্দচয়নে সচেতনহওয়ার আহ্বান জানিয়ে আবদুল মোমেন বলেন, ওই সব বক্তব্যে নিজেদের দেশ রাজনীতিকেই ছোট করা হচ্ছে। যুক্তরাজ্যের রাজনীতি কি এতটাই ভঙ্গুর যে একটি মামলার কারণে তা নড়বড়ে হয়ে যাবে।



banner close
banner close