সাবেক সিইসি নূরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টির অভিযোগে উত্তরা পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান। এ ব্যাপারে তিনি জানান, আটকৃতকে থানায় আনতে টিম পাঠিয়েছি। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি। এদিকে, রাত ১১টা ১৫ মিনিট নাগাদ উত্তরা পশ্চিম থানায় গিয়ে দেখা যায়, আটককৃতকে থানায় আনা হয়নি।
সর্বশেষ খবর অনুযায়ী ওই ঘটনায় জড়িতদের আটক করতে এখনো অভিযান চলছে।
উল্লেখ্য, রোববার রাতে উত্তরা ৫ নম্বর সেক্টরের ১/এ নং রোডের একটি বাড়ি থেকে সাবেক সিইসি নূরুল হুদাকে স্থানীয়দের সহযোগীতায় গ্রেফতার করে পুলিশ। এ সময় স্থানীয়রা নূরুল হুদার গলায় জুতা পরিয়ে দেয়।
আরও পড়ুন:








