রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ১৭:২১

শেয়ার

কমপ্লিট শাটডাউনে যাচ্ছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী শনিবার থেকে দেশের কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে সংস্থাটির সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যানকে ‘আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী’ আমলা হিসেবে চিহ্নিত করে এবং 'দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত' থাকার অভিযোগ তুলে পরিষদ নতুন এ কর্মসূচির ডাক দেয়।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা।

এ সময় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এনবিআরের ঢাকায় সব দপ্তরের সহস্রাধিক কর্মকর্তা ও কর্মচারীরা রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলমবিরতি কর্মসূচি ছিল। অনেককেই কাফনের কাপড় পরে এ কর্মসূচি পালন করতে দেখা যায়।

এনবিআরের চেয়ারম্যানের অপসারণের মধ্যে গতকাল রোববার এনবিআরের আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে বিধিবহির্ভূতভাবে তাৎক্ষণিক বদলি করা হয়। একই সঙ্গে দেশের সীমান্তবর্তী জায়গায় বদলি করতে এনবিআরের ঊর্ধ্বতন পর্যায় থেকে মৌখিক নির্দেশনা দেওয়ারও অভিযোগ তুলেছেন কর্মকর্তারা।

সারা দেশে এনবিআর কর্মকর্তাদের কলমবিরতি ঘোষণা।

এ ছাড়াও ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ সব বদলি আদেশ বাতিল না করা হলে এবং এ ধরনের নতুন কোনো বদলি আদেশ জারি করা হলে আগামী ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলমবিরতি, অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

সর্বোপরি ২৭ জুনের মধ্যে এসব বদলি আদেশ বাতিল না হলে ২৮ জুন বা শনিবার থেকে কাস্টমস, ভ্যাট ও আয়করের সব দপ্তরে ‘লাগাতার কমপ্লিট শাটডাউন’ চলবে বলা হয়েছে।



banner close
banner close