রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

তরুণরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ১৩:১৫

শেয়ার

তরুণরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

ঢাকায় কমনওয়েলথ চার্টার বিষয়ক কর্মশালার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে এই কর্মশালার উদ্বোধন করেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘কমনওয়েলথ চার্টার কেবল একটি দলিল নয়, বরং এটি একটি জীবন্ত প্রতিশ্রুতি, যা গণতন্ত্র, মানবাধিকার, লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘কমনওয়েলথের ৬০ শতাংশ জনসংখ্যা ৩০ বছরের নিচে, আর বাংলাদেশে এই হার আরও বেশি। তরুণরাই এই পরিবর্তনের চালিকাশক্তি।’

তিনি সাম্প্রতিক জুলাই অভুত্থানের কথা উল্লেখ করে বলেন, ‘তরুণরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে।’

চার্টারের আদর্শ বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান উপদেষ্টা ।



banner close
banner close