রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

সচিবালয়ে ২ ঘণ্টার কর্মবিরতিতে কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ১২:৩১

শেয়ার

সচিবালয়ে ২ ঘণ্টার কর্মবিরতিতে কর্মচারীরা
ছবি: সংগৃহীত

সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে কর্মচারীদের ২ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবো। বেলা ১১টা থেকে কর্মবিরতি শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। কর্মবিরতি শেষে আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করবো।’

কর্মবিরতি উপলক্ষে বেলা ১১টা থেকেই সচিবালয় ২ নম্বর ভবনের তৃতীয় তলায় কেন্দ্রীয় লাইব্রেরিতে কর্মচারীরা জড়ো হতে শুরু করেন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে কর্মচারীরা লাইব্রেরিতে আসছেন।



banner close
banner close