চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে চাকরীচ্যুত বিডিআর সদস্যরা রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বিডিআর কল্যাণ পরিষদের নেতৃত্বে ৩ দফা দাবিতে রোববার থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করবে আন্দোলনকারীরা।
এর আগে রোববার পিলখানা হত্যাকাণ্ডে গঠিত শর্তযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তর করা এবং কার্যপরিধি ২ এর (ঙ) ধারাটি বাতিল করার দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা। একইসাথে ষড়যন্ত্রমূলক মামলায় কারাবন্দি সকল বিডিআর সদস্যদের মুক্তি এবং ‘বিজিবি’ নাম পরিবর্তন করে ‘বিডিআর’ নাম পুনর্বহালের কথাও বলেছেন তারা।
আরও পড়ুন:








