রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

আজও বন্ধ নগরভবনের প্রধান ফটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ১২:৫৬

শেয়ার

আজও বন্ধ নগরভবনের প্রধান ফটক
ছবি: সংগৃহীত

শুক্র, শনিবার বিরতির পর গেলো কয়েকদিনের মতোই আজও নগর ভবনে উপস্থিত হয়েছেনে বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে চাওয়া তার অনুসারীরা।

এ সময় ‘ইশরাক ইশরাক’ সম্মিলিত স্লোগানে রোববারও উত্তাল হয়ে আছে পুরো নগরভবন প্রাঙ্গণ। এদিকে বন্ধ আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান ফটক।

রোববার ঢাকাবাসীর ব্যানারে ছোট বড় মিছিল নিয়ে নগরভবনে একত্রিত হয়েছেন ইশরাকের সমর্থকরা। নগরভবনের প্রাঙ্গণের সিঁড়িতে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। পাশাপাশি ডিএসসিসির বিভিন্ন এলাকা থেকে ছোট বড় মিছিল এসে একত্রিত হচ্ছে আন্দোলনস্থলে।

গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবন থেকে দেয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল। জরুরি প্রয়োজনে এসে এ সময় সেবাপ্রার্থী নাগরিকদের বারবার ঘুরে যেতে হয়েছে।



banner close
banner close