রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৮২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুন, ২০২৫ ১৮:১৮

শেয়ার

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৮২ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি।

পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৩ জন এবং অন্য অপরাধে জড়িত ৫৭৯ জন রয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৮২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২টি একনলা, ৪৬ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা, ৩টি চাকু, একটি লোহা কাটার কেচি, ২টি শাবল, ৬টি এলজি, ২টি চাপাতি, ৪টি ছুরি জব্দ করা হয়েছে।



banner close
banner close