জাতিসংঘের বলপূর্বক গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস-চেয়ারম্যান ও সদস্য পররাষ্ট্রসচিবকে তাদের বাংলাদেশ সফর সম্পর্কে অবহিত করেন।
জাতিসংঘের বলপূর্বক গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের (ডব্লিউজিইআৃইডি) ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাডিলো পেরেজ সোমবার (১৬ জুন) ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদল বলপূর্বক গুম সংক্রান্ত সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা করেন, বিশেষ করে বলপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে (আইসিপিপিইডি) বাংলাদেশের অন্তর্ভুক্তিকে স্বাগত জানান। তারা বলপূর্বক গুমবিষয়ক তদন্ত কমিশন (সিওআই) থেকে কাজেরও প্রশংসা করেন।
বৈঠক ডব্লিউজিইআইডি’র প্রতিনিধিরা জোরপূর্বক বা অনিচ্ছাকৃত অন্তর্ধান প্রতিরোধ ও প্রতিকারের জন্য সরকারের প্রচেষ্টাকে কীভাবে গ্রুপের ম্যান্ডেট আরও সমর্থন করতে পারে তা বোঝার আগ্রহ প্রকাশ করেছেন।
পররাষ্ট্রসচিব মানবাধিকার সমুন্নত, সুরক্ষা, প্রচার ও ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের দৃঢ় সংকল্পের ওপর জোর দেন। তিনি এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রুপের সমর্থন ও প্রযুক্তিগত সহায়তাকে স্বাগত জানান।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের প্রতিনিধিদল রোববার (১৫ জুন) চারদিনের সফরে ঢাকায় এসেছে।
আরও পড়ুন:








