রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৪ মাঘ, ১৪৩২

প্রেস ক্লাব হঠাৎ উত্তপ্ত, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৫ ১৪:১৮

শেয়ার

প্রেস ক্লাব হঠাৎ উত্তপ্ত, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
ছবি: সংগৃহীত

পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, করা হয় লাঠিচার্জও। তবে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রেখেছেন।

রোববার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গত ৮ জুন গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।



banner close
banner close