শনিবার

১৭ জানুয়ারি, ২০২৬ ৪ মাঘ, ১৪৩২

আজও কর্মচারীদের বিক্ষোভ সচিবালয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন, ২০২৫ ১২:৫২

আপডেট: ১ জুন, ২০২৫ ১২:৫৩

শেয়ার

আজও কর্মচারীদের বিক্ষোভ সচিবালয়ে
ছবি: সংগৃহীত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আজও বিক্ষোভ করেছেন কর্মচারীরা। রোববার বেলা ১১টার দিকে সচিবালয়ের বাদামতলা চত্বরে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে খাদ্য উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে যান।

এ সময় বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিক্ষোভ মিছিল শেষে চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে উপদেষ্টা আলী ইমাম মজুমদার, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেয়া হবে।’

দাবী আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথাও জানান নুরুল ইসলাম।



banner close
banner close