সিলেট রেঞ্জের আওতাধীন সব জেলার থানায় রোববার থেকে চালু হয়েছে অনলাইন জিডি বা সাধারণ ডায়েরি সেবা।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে থানায় না গিয়েই বাসা থেকে অনলাইনের মাধ্যমে জিডি করা যাবে।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগর জানান, ‘সিলেট রেঞ্জের প্রতিটি থানায় এখন অনলাইন জিডি করা যাবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এই সেবা চালু হবে।’
এর আগে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেতো। বর্তমানে সিলেট মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন এবং চট্টগ্রাম রেঞ্জের থানাগুলোতেও এই পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা চালু রয়েছে।
আরও পড়ুন:








