শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ ৫ হাজার টাওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মে, ২০২৫ ১২:০৩

শেয়ার

বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ ৫ হাজার টাওয়ার
ছবি: সংগৃহীত

নিম্নচাপজনিত টানা বৃষ্টি, দমকা হাওয়া ও জলোচ্ছ্বাসের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের টেলিযোগাযোগ খাতে।

বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রায় ৫ হাজারের বেশি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে পড়েছে। ফলে অনেক এলাকায় কল, এসএমএস ও ইন্টারনেট সেবায় ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

শুক্রবার সকালে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘দুর্যোগ পরিস্থিতির কারণে শুক্রবার সকাল পর্যন্ত মোট ৫ হাজার ৯০৪টি মোবাইল টাওয়ার বা সাইট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যা দেশের মোট সাইট সংখ্যার প্রায় ৩৫ দশমিক ৮ শতাংশ।’

তিনি আরও বলেন, আবহাওয়ার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের নেটওয়ার্ক কাঠামো। এসব এলাকায় অনেক জায়গায় মোবাইল ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না, ইন্টারনেট একেবারেই বন্ধ।’



banner close
banner close