বৃহস্পতিবার

১৫ জানুয়ারি, ২০২৬ ২ মাঘ, ১৪৩২

আগামী জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ১৯:৩১

শেয়ার

আগামী জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

সোমবার ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি নিয়ে সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয় ফেব্রুয়ারিতে। জুলাইয়ে এ কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ঐকমত্য কমিশন দলগুলোর সঙ্গে প্রথম পর্বের আলোচনা শেষ করেছে।

প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে এবং সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।

সহ-সভাপতি জানান, ‘ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে। এ কমিশনের দায়িত্ব হলো রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌছানো এবং একটি জাতীয় সনদ প্রণয়ন করা।’

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা আশা করি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর আমাদের সমাজ, রাষ্ট্র, আইন নতুন করে সাজানোর এক ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে হাজির হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের ভোটাধিকার ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কতগুলো সুদূর প্রসারী সংস্কার বাস্তবায়নের মাধ্যমে আমাদের পক্ষে জুলাই অভ্যুত্থানের বীর সেনানীদের রক্তের ঋণ স্বীকার করা সম্ভব হবে।’

সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ ছাড়া কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।



banner close
banner close