বৃহস্পতিবার

১৫ জানুয়ারি, ২০২৬ ২ মাঘ, ১৪৩২

বাংলাদেশকে যে সুখবর দিল বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ১১:২০

শেয়ার

বাংলাদেশকে যে সুখবর দিল বিশ্বব্যাংক
বাংলাদেশকে যে সুখবর দিল বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে, যার বাংলাদেশি মুদ্রায় পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ হাজার ২৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৬০ টাকা ধরে)। এই ঋণ বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসনের লক্ষ্যে ব্যয় করা হবে।

রোববার (২৫ মে) ঢাকার আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়। সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন।

২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে এ প্রকল্প বাস্তবায়িত হবে। এতে পাঁচটি মন্ত্রণালয়-বিভাগ অংশগ্রহণ করবে:

  • পানিসম্পদ মন্ত্রণালয় – পানি উন্নয়ন বোর্ড
  • কৃষি মন্ত্রণালয় – কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি উন্নয়ন করপোরেশন
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় – দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
  • স্থানীয় সরকার বিভাগ – স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)
  • আর্থিক প্রতিষ্ঠান বিভাগ – সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো ২০২৪ সালের আগস্টে দেশের বিভিন্ন অঞ্চলে সংঘটিত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বাঁধসহ অবকাঠামো পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন।

ঋণের শর্তাবলি

এই ঋণ প্রদান করছে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)। ঋণের শর্তাবলি অনুযায়ী:

  • গ্রেস পিরিয়ড: ৫ বছর
  • পরিশোধকাল: ৩০ বছর
  • সুদের হার: বার্ষিক ১.২৫ শতাংশ
  • সার্ভিস চার্জ: বার্ষিক ০.৭৫ শতাংশ
  • কমিটমেন্ট ফি (অনুত্তোলিত অর্থ): সর্বোচ্চ ০.৫০ শতাংশ (বর্তমানে অব্যাহত)

বিশ্বব্যাংক স্বাধীনতার পর থেকে বাংলাদেশে প্রায় ৪৩.৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে, যা দেশের অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও জলবায়ু সহনশীলতা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এই নতুন ঋণচুক্তি বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতাকে আরও গভীর করার ইঙ্গিত দিচ্ছে।



banner close
banner close