রবিবার

২৫ মে, ২০২৫
১১ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৭ জিলক্বদ, ১৪৪৬

রাজধানীর বনানীতে লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৫ ১২:২৫

শেয়ার

রাজধানীর বনানীতে লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে একটি সিমেন্ট লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন, আশফাক রহমান ও আসিফ মাহমুদ।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, ‘উত্তরাগামী বনানী কাকলি এলিভেটেড এক্সপ্রেস রেম্পের কাছে পেছন দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয় একটি লরি। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের নামপরিচয় জানা গেছে।’

এরপর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি টিম। দুইজনের মরদেহ প্রাথমিক সুরতহাল ও উদ্ধারের প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

banner close
banner close