শনিবার

২৪ মে, ২০২৫
১০ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৭ জিলক্বদ, ১৪৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, আমাদের সঙ্গেই থাকছেন : পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে, ২০২৫ ১৫:৪০

শেয়ার

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, আমাদের সঙ্গেই থাকছেন : পরিকল্পনা উপদেষ্টা
ছবি: প্রধান উপদেষ্টা ।

পরিকল্পনা উপদেষ্টা ড.ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা চলে যাওয়ার কথা বলেননি। তিনি পদত্যাগ করছেন না, আমাদের সঙ্গেই থাকছেন। শনিবার উপদেষ্টা পরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি। এর আগে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার বৈঠক থেকে বেরিয়ে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা। দুপুর ২ টা পাঁচ মিনিটে জরুরি কাজ থাকায় বৈঠকের মাঝপথে বের হয়ে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে।

banner close
banner close