শনিবার

২৪ মে, ২০২৫
১০ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৭ জিলক্বদ, ১৪৪৬

তালা খোলেনি নগর ভবনের, ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে, ২০২৫ ১৫:৩১

শেয়ার

তালা খোলেনি নগর ভবনের, ফিরে যাচ্ছেন সেবাপ্রার্থীরা
নগর ভবন।

আদালতের রায় অনুযায়ী বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে শনিবারও (২৪ মে) অবরুদ্ধ রাখা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রতিটি বিভাগে এখনও তালা লাগানো থাকায় সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে সেবাপ্রার্থীদের।

এদিন, নগর ভবনের প্রধান ফটকসহ ভবনের তালা খুলে দেননি ইশরাক সমর্থক আন্দোলনকারীরা। নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ইউনিয়ন। নগরীর সেবা প্রার্থীরা কর্পোরেশনে এসে ফেরত যাচ্ছেন।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু বলেন, আদালতের রায়ের আলোকে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় জনতার মেয়র ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে আজও কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

এদিকে আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনে এসে ফেরত গেছেন। অনেকই নগর ভবনের নিচতলার জরুরি পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নিয়েছেন।

সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত কয়েক দিনের মতো আজও নগর ভবন তালাবদ্ধ রয়েছে। সেবা কার্যক্রমও বন্ধ আছে।

banner close
banner close