শনিবার

২৪ মে, ২০২৫
১০ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৭ জিলক্বদ, ১৪৪৬

৩ বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে, ২০২৫ ১৫:১৭

আপডেট: ২৪ মে, ২০২৫ ১৫:১৮

শেয়ার

৩ বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে
ছবি: সংগৃহীত

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার বৈঠক থেকে বেরিয়ে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা।

দুপুর ২ টা পাঁচ মিনিটে জরুরি কাজ থাকায় বৈঠকের মাঝপথে বের হয়ে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে। তবে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে কিছু বলেননি তিনি।

এরপর উপদেষ্টা আসিফ মাহমুদ, তৌহিদ হোসেন ও আলী ইমাম মজুমদারও বের হয়ে যান।

banner close
banner close