শুক্রবার

২৩ মে, ২০২৫
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৬ জিলক্বদ, ১৪৪৬

বেতন-বোনাস না পেলে যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে, ২০২৫ ১৫:১৬

শেয়ার

বেতন-বোনাস না পেলে যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি
যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি।

ঈদের আগে দোকান এবং রিটেইল কর্মচারীদের ঈদ বোনাস এবং বেতন-ভাতা দেয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় (যমুনা) অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। শুক্রবার (২৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

সারাদেশের ৬০ লক্ষ দোকান ও রিটেইল কর্মচারীদের ঈদের আগে বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে জানিয়ে নেতারা বলেন, সারাদেশে দোকান, শপিংমল, চেইনশপ, ডিপার্টমেন্টাল ষ্টোর, রিটেইলশপ, হোলসেল, ইলেকট্রিক দোকান, সেলুন, বিউটি পার্লার ও ওষুধের দোকানসহ ১০টি সেক্টরে প্রায় ৬০ লক্ষাধিক দোকান ও রিটেইল কর্মচারী কাজ করে। সারাদেশের মানুষের ঈদকে সুন্দর করতে এবং মালিকদের মুনাফা বৃদ্ধির জন্য ঈদের আগের মাসে সাপ্তাহিক ছুটি ছাড়া কাজ করে।

কিন্তু এই কর্মচারীরা অধিকাংশ ক্ষেত্রে ঈদ বোনাস পায় না এবং ঠিক মতো বেতন-ভাতা পরিশোধ করা হয় না বলে অভিযোগ করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের নেতারা। পরে প্রেসক্লাব এলাকায় ঈদ বোনাস র‍্যালি অনুষ্ঠিত হয়।

banner close
banner close