শুক্রবার

২৩ মে, ২০২৫
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৫ জিলক্বদ, ১৪৪৬

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত গ্রহণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মে, ২০২৫ ১৮:১৬

শেয়ার

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত গ্রহণ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো:

১. মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫: অধ্যাদেশটির খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের পর চূড়ান্তভাবে কার্যকর হবে।

২. বাংলাদেশ-নেদারল্যান্ডস নৌ-প্রতিরক্ষা সহযোগিতা: বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

৩. সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন: বৈঠকে সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সিদ্ধান্ত হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো এসব সুপারিশ বাস্তবায়নযোগ্য কিনা, বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা ও প্রভাব নির্ধারণ করে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকবে।

৪. ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’: শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসনের জন্য একটি অধ্যাদেশের খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটি লেজিসলেটিভ বিভাগ ভেটিংয়ের পর কার্যকর হবে।

৫. সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫: সরকারি চাকরিতে সংশোধন আনার লক্ষ্যে এই অধ্যাদেশের খসড়াকেও বৈঠকে নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। খসড়াটি লেজিসলেটিভ বিভাগের যাচাই-বাছাই শেষে কার্যকর করা হবে।

উল্লেখ্য, এসব সিদ্ধান্ত দেশের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

banner close
banner close