মঙ্গলবার

১৩ জানুয়ারি, ২০২৬ ৩০ পৌষ, ১৪৩২

এনএসআইয়ের সাবেক ডিজি জোবায়েরের আত্মীয়সহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে, ২০২৫ ১৬:১৯

শেয়ার

এনএসআইয়ের সাবেক ডিজি জোবায়েরের আত্মীয়সহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল টিএম জোবায়েরের আত্মীয় খন্দকার আবুল কাইয়ুম ও রাজস্ব বোর্ডের কর কমিশনার আবু সাঈদ মো. মোস্তাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, মেজর জেনারেল টিএম জোবায়েরের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে চাকরি, ক্ষমতার অপব্যাবহার, পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও বিদেশে অর্থপাচারের অভিযোগের তদন্ত চলছে। তদন্তে দেখা যায়, কর কমিশনার মো. মোস্তাক ও আবদুল কাইয়ুম এই দুইজন মেজর জেনারেল টিএম জোবায়েরের স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করছে। কাইয়ুম মেজর জেনারেল টিএম জোবায়েরের ভায়রা ভাই।

তাতে আরও বলা হয়, খন্দকার আবুল কাইয়ুম ও রাজস্ব বোর্ডের কর কমিশনার আবু সাঈদ মো. মোস্তাক দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। ফলে তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাওয়া আটকানো প্রয়োজন।

এর আগে, গত বছরের ৬ অক্টোবর এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।



banner close
banner close