
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছে আপিল বিভাগ। তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে হাইকোর্টকে।
সোমবার (১৯ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে ২৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন ৫ মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
তার আগে মারধর ও হত্যাচেষ্টার মামলায় ৬১ আইনজীবীকে ৬ এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। পরে তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
আরও পড়ুন: