সোমবার

১৯ মে, ২০২৫
৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
২১ জিলক্বদ, ১৪৪৬

পুলিশ বাহিনীতে বড় পদোন্নতি, অতিরিক্ত আইজিপি হলেন ১২ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে, ২০২৫ ১৩:২৮

শেয়ার

পুলিশ বাহিনীতে বড় পদোন্নতি, অতিরিক্ত আইজিপি হলেন ১২ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে আবারও বড় ধরনের প্রশাসনিক পদোন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সুসংগঠিত দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে একযোগে ১২ জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড- পদে উন্নীত করা হয়েছে।

এই পদোন্নতির সিদ্ধান্ত জানানো হয়েছে ২০২৫ সালের ১৮ মে, রোববার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ১২ জন কর্মকর্তা সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশক্রমে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন এবং তা প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদিত হয়েছে। এই পদোন্নতির মাধ্যমে অভিজ্ঞ নেতৃত্বকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেনচলতি দায়িত্বে থাকা অ্যাডিশনাল আইজি মোহাম্মদ গোলাম রসুল, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মো. আকরাম হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, ঢাকা সিআইডির ডিআইজি গাজী জসিম উদ্দিন, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) খন্দকার রফিকুল ইসলাম, পিবিআই-এর অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাত উল্লাহ এবং রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি সরদার নুরুল আমিন।

উল্লেখ্য,এই পদোন্নতি শুধু কর্মকর্তাদের পেশাগত অগ্রগতিকেই নির্দেশ করে না, বরং পুলিশের সার্বিক সংগঠন কার্যকারিতা আরও শক্তিশালী করার প্রতিফলন। অভিজ্ঞ দক্ষ কর্মকর্তাদের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ জননিরাপত্তা রক্ষায় আরও গতি আনবে বলে আশা করা হচ্ছে। 

banner close
banner close