সোমবার

১৯ মে, ২০২৫
৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
২১ জিলক্বদ, ১৪৪৬

বাংলাদেশ সরকার পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা নীতি সহজ করছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে, ২০২৫ ০৯:২০

শেয়ার

বাংলাদেশ সরকার পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা নীতি সহজ করছে
ছবি: সংগৃহীত

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ইকবাল হুসেইন খান বলেছেন, ‘ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা নীতি সহজ করা হচ্ছে। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এটা করা হচ্ছে।’

বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার মনে করে বলেও মন্তব্য করেন তিনি।

গত শনিবার লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় ইকবাল হুসেইন খান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করে। এই জন্য বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দুই দেশ এরই মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেয়া শুরু করেছে।’

জিটিসিসিআই সভাপতি বাউ মুনির, সংগঠনটির সাবেক সভাপতি আলি আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফর প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

banner close
banner close