মঙ্গলবার

১৩ জানুয়ারি, ২০২৬ ৩০ পৌষ, ১৪৩২

বিদেশি নাগরিকত্বের অভিযোগের প্রমাণ চাইলেন নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ১৫:১৮

শেয়ার

বিদেশি নাগরিকত্বের অভিযোগের প্রমাণ চাইলেন নিরাপত্তা উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে একজন ‘বিদেশি নাগরিক’ বলে সম্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ চেয়েছেন খলিলুর রহমান।

রোববার বাসসকে দেয়া এক প্রতিক্রিয়ায় অভিযোগের প্রমাণ চেয়েছেন খলিলুর রহমান।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘এই অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর ওপর বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি।’

শনিবার খুলনায় এক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ সরকার প্রধানের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন।’



banner close
banner close