রবিবার

১৮ মে, ২০২৫
৪ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

উত্তরায় ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ১৩:০৭

শেয়ার

উত্তরায় ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় এসআই (উপ-পরিদর্শক) কে এম মনসুর আলী নিহত হয়েছেন। তিনি দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন।

রোববার ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের পূর্ব পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, ‘বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে থাকা অবস্থায় ট্রেনের ধাক্কায় দক্ষিণখান থানার এসআই কে এম মনসুর আলী গুরুতর আহত হন। পরে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান জয়নাল আবেদীন।

banner close
banner close