রবিবার

১৮ মে, ২০২৫
৩ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

রাজধানীর মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ১৯:৪১

শেয়ার

রাজধানীর মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় রাজধানীর মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংক এর পাশের তৃতীয় তলা ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

এর আগে, সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৬টা ১৭ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

৬টা ২৮ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে যোগ হয় আরও ৩টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

banner close
banner close