রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ঢাকায় চলবে ৪০০ বৈদ্যুতিক বাস: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে, ২০২৫ ২৩:০৯

শেয়ার

ঢাকায় চলবে ৪০০ বৈদ্যুতিক বাস: উপদেষ্টা আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় গণপরিবহন খাতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। পরিবেশবান্ধব ও আধুনিক নগর পরিবহনের লক্ষ্যে ঢাকায় চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এ প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, 'ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস। গণপরিবহনের সমস্যার টেকসই সমাধান ও পরিবেশ রক্ষায় এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

এই প্রকল্পের মাধ্যমে নগরবাসী পাবেন আধুনিক, নির্ঝঞ্ঝাট ও পরিবেশবান্ধব গণপরিবহন সুবিধা। এটি শুধু যানজট ও দূষণ হ্রাসেই অবদান রাখবে না, বরং নাগরিক জীবনের মান উন্নয়নেও বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



banner close
banner close