শনিবার

১৭ মে, ২০২৫
২ জ্যৈষ্ঠ, ১৪৩২
১৯ জিলক্বদ, ১৪৪৬

মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে, ২০২৫ ১৮:২৬

শেয়ার

মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার
ছবি: সংগৃহীত

মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে তা‌কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার, ১৩ মে প্রতিরক্ষা মন্ত্রণালয় থে‌কে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ও‌য়েব সাই‌টে প্রকাশ করা হ‌য়ে‌ছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক প্রতিস্থাপক ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেয়া হলো।’

banner close
banner close