শুক্রবার

১৬ মে, ২০২৫
২ জ্যৈষ্ঠ, ১৪৩২
১৯ জিলক্বদ, ১৪৪৬

উড্ডয়নের সময় খুলে পড়লো বিমানের চাকা, শাহজালালে নিরাপদে অবতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে, ২০২৫ ১৫:৩০

আপডেট: ১৬ মে, ২০২৫ ১৫:৪৯

শেয়ার

উড্ডয়নের সময় খুলে পড়লো বিমানের চাকা, শাহজালালে নিরাপদে অবতরণ
শাহজালালে নিরাপদে অবতরণ।

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পেছনের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানটিতে শিশুসহ ৭১ জন আরোহী ছিলেন। আরোহীরা সবাই নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ বিমানের ৪৩৬-৮ ফ্লাইটটি শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। এর পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের কথা জানান। এ বার্তা পাওয়ার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেয়া হয়। পাশাপাশি অ‍্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও প্রস্তুত রাখা হয়।

banner close
banner close